FOBACA Mission

• Increase the awareness of Bangladeshi culture and heritage to promote peace and harmony in the community.

• Provide an opportunity for Bangladeshi-Canadians to get together in a fun and exciting environment to highlight contributions of Bangladeshi culture to the diversity in Canada.

  • Recognize the contribution that Bangladeshi-Canadians make through their many professional, religious, cultural, social, educational, political, civic organizations and Business ventures.

  Special focus will be given on generation growing in abroad and on Bangaldesh Liberation war movement

FOBACA History

Name: Federation of Bangladeshi Associations in Canada (FOBACA for short) .

Objective: To act as the central contact point for the Bangladeshi Associations/Organizations in Canada.
 
General Body: Only a non-political and non-religious organization can be a member. Membership is not offered to individuals. The General body meets once a year. At least 50% of the member organizations must be present to make quorum.
 
Executive Body: General body elects the executive body. Terms of all members do not expire simultaneously.
 
Voting Right: Any member in good standing can vote (i.e. only organizations can vote not an individual).
Annual Convention: FOBACA holds an annual convention hosted by a member organization somewhere in the Canada. The host organization is given autonomy to work out the details with general guidance from the FOBACA executive committee.
 
1ST FOBACA convention held by:

  1. Quebec, Montreal.
    Host: National Bangladeshi-Canadian Council (NBCC)
  2. Date: June, 26-27, 2010 Venue : Complex  Williams Hingston Auditorium
     Chairman     : Monir Hossain
  3. Convener     : Ronny Ahmed Chowdhury
  4. Secretary     : Zamal Naser

How does FOBACA view politics?

FOBACA is a non profit and non-political organization. However, it actively promotes participation and involvement in mainstream politics. It will act any political affairs that related to Bangladeshi Canadians interest. It promotes voter registration, census and forming caucus in local mainstream politics and organizes informative seminars during the annual convention. 

Where is FOBACA located?

FOBACA is a duly registered corporated in Montreal, Quebec with the legal address as as given below. However, the Executive Committee member resides in various cities in various states and the organization does not belong to a specific city or state.

Federation of Bangladeshi Associaitons in Canada (FOBACA)
8515  Ave, Champagneur

Suite #08
Montreal, Canada
Email: admin@fobaca.ca  or 
fobaca@gmail.com
www,fobaca.ca

When was FOBACA established?

FOBACA was established in 2010.

How many FOBACA are there in Canada?

There is only one FOBACA organizaiton in the Canada. If any groups who uses the name FOBACA for their convention. Their act will be not only unethical, it is also illegal because the word FOBACA is a registered trademark and owned by the organization. FOBANA has no problem if any other group wants to have one or multiple conventions through out the year, the organization only wants that no one else uses the name FOBACA.

Is FOBACA a convention or an organization

FOBACA is both. The name of the organiziton is FOBACA, however since the immense popularity of its annual convention, general public calls the its convention FOBACA also. The word FOBACA is a registered and none but this organization can use the word FOBACA.

FINAL-FOBACA-LOGO-2

PM-PICMessage from the Prime Minister
of Canada
OPPOSITION-LIBERAL-LEADER--PIC Message from the Leader of the
Opposition in the House of Commons of Canada 

Massege-from-Quebec-Premier-PICMessage from the Premier of Québec
Messages-from-Dr-PICMessage from the
Justice Minister of Canada
Messages-from--Gerry-Sklavo-PICMessage from the MNA
Gerry Sklavounos

ফোবাকা’২০১০- মন্ট্রিয়ল
আয়োজক সংগঠন: ন্যাশন্যাল বাংলাদেশী ক্যানেডিয়্যান কাউন্সিল (এনবিসিসি)

পটভুমি/সূচনা.ভুমিকাঃ- জীবনের গতিময়তায় পরিবর্তীত সময়ের সাথে সাথে জীবনের ইচ্ছা আকাঙ্খা ও চাহিদাগুলি প্রতিনিয়তই পরিবর্তীত হতে থাকে। সৃষ্টি হয় নতুন নতুন চাহিদার। জীবন যেহেতু তৈরী হয় স্থান কাল ও পাত্রের চালচিত্রে, তাই জীবন এবং কর্মকান্ডগুলোও এক জায়গায় থেমে থাকে না। আর মানুষের যাপিত জীবনের অসংখ বস্তু উপাদান ও মনন কল্পনাজাত ভাব সম্মিলনে যেহেতু তৈরী হয় সেই মানবগোষ্টির নিজস্ব সংস্কৃতি। তাই নিজস্ব সংস্কৃতি ব্যতিত মানুষের অসি-ত্ব নেই বলেই মনে করা হয়। অতিথি তালিকা জানতে এখানে ক্লিক করুন
তাই পৃথিবীর যে মেরূতেই অবস্থান করা হোক না কেন, নিজ দেশ ও নিজস্ব সংস্কৃতিকে ধারন করা ও এর চর্চা অব্যাহত রাখাটা মৌলিক মূল্যবোধ  ন্যাশন্যাল বাংলাদেশী- ক্যানেডিয়্যান কাউন্সিল( এনবিসিসি) চেতনায় এই মৌলিকত্ব ধারন করে বলেই দীর্ঘ সময় ধরে মন্ট্রিয়লে নিজ ভাষা, শিক্ষা-সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যকে এই বাংলাদেশী ক্যানেডিয়্যান সমাজে তুলে ধরা এবং বিশেষত নতুন প্রজন্মকে এর সাথে সম্পৃক্ত করার জন্য গঠনমূলক ও শিক্ষনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপন, কানাড ডে উদযাপন, পার্ক-এক্স ইন্টারকালচারাল ফেস্টিভ্যাল, পিঠা ফেস্টিভ্যাল, একুশে উদযাপন ও বাংলা একাডেমি মন্ট্রিয়ল ভাষা স্কুল পরিচালনা দায়িত্ব সহ এদেশিয় বিুিভন্ন সংসগঠন ও সরকারী ব্যবস'াপনার সাথে সম্পৃক্ত থেকে কমিউনিটি উন্নয়নে বিশেষ ভুমিকা রাখছে। এই ধারাবাহিকতায় দীর্ঘ দিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও বর্তমান চাহিদার পরিপ্রেক্ষিতে সুস' বিনোদনের লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ এসোশিয়েশন ইন কানাডা 'ফোবাকা’ (সংগঠনটি)’র আয়োজনের উদ্যোগ গ্রহন করেছে।
উদ্দেশ্যঃ- (বাংলাদেশী ক্যানেডিয়্যান) কানাডিয়ান সংস্কৃতির সাথে বাঙালী সাহিত্য ও সংস্কৃতির পরিচয় ও বিনিময় এবং মৌলিক, সৃষ্টিশীল, সুস' ও প্রগতিশীল সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা সেই সাথে আমাদের গৌরবমাখা মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্ম সহ সকলের মাঝে উর্ধ্বে তুলে রাখা।
সাংগঠনিক কাঠামো ও সংগঠন পরিচালনা পদ্ধতিঃ- ফোবাকা যেহেতু মূলতই ১০০% ভাগ কানাডা ভিত্তিক। তাই কানাডার যে কোন প্রানে- অবস্থিত মুক্তবুদ্ধি ও চিন্তার এবং স্বাধীনতার চেতনা শক্তির সংগঠন সমূহ যাদের সাংগঠনিক কাঠামো আছে এবং রেজিষ্ট্রিভুক্ত সেই সাথে সংস্কৃতি ব্যক্তিত্ব, সাংবাদিক, কবি ,সাহিত্যিক, ব্যাবসায়ী এবং সাধারণ নাগরিকগণেরাও "ফোবাকা’র অন-ভূক্ত/সদস্য হতে পারবে। তবে আগামী ৩ বছর এর মূল দায়িত্বে থাকবে এনবিসিসি এবং একটি আন-বর্তীকালিন পরিচালনা কমিটি। আগামী তিন বছরের কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতার মধ্য সদস্য সংগঠনগুলি এবং অন্যান্য সক্রিয় কর্মীদের মধ্য থেকে বাছাই করে/ নির্বাচন করে( অথবা নির্বাচিত/বাছাইকৃত) ফোবাকার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। পূর্নাঙ্গ ষ্টেয়ারিং কমিটিই পরবর্তিতে এক পরিচালিত করবে।

ফোবাকা’র আত্মপ্রকাশ :- প্রথম আয়োজক সংগঠনঃ- ন্যাশন্যাল বাংলাদেশী-ক্যানেডিয়্যান কাউন্সিল ( এনবিসিসি)’র উদ্দ্যোগে ব্যাপক আয়োজনে প্রথম ফোবাকা সম্মেলন ২০১০ মন্ট্রিয়লে অনুষ্ঠিত হয়েছে। এনবিসিসি’র সাথে সহায়ক সংগঠন হিসেবে (পূর্বে উল্লেখিত শ্রেনীবিন্ন্যাশ) কোন সংগঠন ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ সম্পৃক্ত হতে চাইলে সাদরে গ্রহন করা হবে এবং অন্যান্য প্রদেশের বিভিন্ন সংগঠন ও সংগঠকদের প্রতিও আহবান ও আমন্ত্রন থাকবে এই সম্মেলনকে সুন্দর ও সফর করার জন্য। কারন, এনবিসিসি মনে করে এই সম্মেলন হবে কানাডা ভিত্তিক সকল প্রগতিশীল, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাঙালী কমিউনিটির এক অসাধারণ মিলন মেলা। এনবিসিসি আশা করছে প্রথম আয়োজনে শিক্ষনীয় ও গঠনমূলক আনন্দ বিনোদনের এক বৈচিত্র্যময় অনুষ্ঠান কানাডা/ মন্ট্রিয়ল বাসীদের উপহার দিতে পেরেছে।
ফোবানা - ফোবাকাঃ- নামের সামঞ্জস্যতার কারনে প্রথমেই যে কথাটি মনে হবে তা হল ফোবানা থাকতে আবার ফোবানা কেন? ফোবাকা কি ফোবানার প্রতিদ্ধন্ধি? এই ধরনের আরো অনেক প্রশ্ন। এত সব প্রশ্নের উত্তর একটিই তা হল ’না’। ফোবাকা ও ফোবানা সম্পূর্নই ভিন্ন সময়ের, ভিন্ন চাহিদার ভিন্ন চিন্তা ও চেতনার সংগঠন। ফোবানা হল নর্থ আমেরিকার এবং ফোবাকা পুরোটাই কানাডা’র জন্য এই সুস্পষ্ট বিভাজনটি প্রথমেই মনে রাখতে হবে। কোন হিংসা বিদ্ধেষ থেকে নয়। সূধুমাত্র চলমান সময়ের চাহিদা ও প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতেই এর সৃষ্টি। সময়ের পরিপ্রেক্ষিতে মানুষের এবং সমাজের চাহিদারও ভিন্নতা আসে। তাই ২৩ বছর আগের প্রেক্ষাপটে ফোবানা আর আজকের ফোবাকার জন চাহিদাও তাই ভিন্নছিল গত ৩৫ বছরে বছরে কানাডায় এসেছে আরো অনেক অভিবাসী বাঙালী। বেড়ে উঠেছে জন্মসূত্রে ক্যানেডিয়্যান বাংলাদেশীর আর এক নতুন প্রজন্ম। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠির মনের খোরাক/ যোগানের জন্য অবশ্যই প্রযোজন ফোবাকা’র (FOBACA ) মতো সংগঠন যা ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবছর অভিবাসী বাংলাদেশী ক্যানেডিয়্যানদের বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির নির্যাস তুলে দিবে। কারন ফোবানা নর্থ আমেরিকা ভিক্তিক হওয়ায় একটি শহরে ৬-৭ বছর পর পর অনুষ্ঠিত হয়। অপেক্ষার পালা দীর্ঘ। আমরা মনে করি ফোবাকা নিজস্বতা, ভিন্নতা, নতুনত্ব, সৃষ্টিশীলতা নিয়ে সুস' বিনোদনের আয়োজন করবে বলেই আমরা আশাবাদী।

পরিশেষে বলতে চাই- আপনাদের/ কমিউনিটির সকল সংগঠন, সংগঠক,ব্যবসায়ী, বুদ্ধিজীবি, সাংবাদিক, সহ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বন্ধু, শুভাকাংখীসকলের সহযোগিতা বিশেষ ভাবে কামনা করি। আপনাদের সহযোগিতা আমাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।

আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশায়-
ধন্যবাদ
মনির হোসেন (বাবলু)
প্রেসিডেন্ট, ন্যাশন্যাল বাংলাদেশী-ক্যানেডিয়্যান কাউন্সিল (এনবিসিসি)