Parc-Ex Celebrate 141st Canada Day 2008 with barbecue

The first of this month will have been quite busy one in Parc Extension, with Canada Day Celebration venues.
The National Bangladeshi-Canadian Council (NBCC) host 141st Canada Day Celebration on July 1st with a free barbecue at the Jean Talon (Old train station) (front of Loblaw's) for district residents.
Photo--Dance-1
Hundreds came, big and small, and lined up to enjoy a halal hot dog or a somosa wile others took part in the various activities for children and adult. But the main attraction was undoubtedly the huge red-and white cake (the color of the national flag) which was cut up by city councilor Mary Deros and Celebration Coordinator Monir Hossain and served to the crowd in mid-afternoon. Joined by local MNA Gerry Sklanvonus, future liberal candidate Justin Trudeau and Borough mayor Anny Samson.

slide-15It's the biggest Canada Day party in multicultural Canadian communities at Parc-Extension Montreal. Thousands of people attended with their children's dressed in red and white with traditional costume crowded onto the lawns in Jean Talon parc Canada flags fluttered in the wind while children's lead by Elma Khandokar singing on live Canada national anthem.(English) and Rick Battacharja singing (French).
There was live music with free hot dog barbeque even Indian samucha and sweet generously offerd by India Canada Organization, South Asian Seniors Association and,  For many youngsters art and Canada quiz competition was the major attraction. For woman ring toss and water melon eating competition draw many attractions.

Late afternoon cultural dance show played by Kattiarni Adhikari group.

Photo--SpiroParc-Extension celebration was officially recognize by the Heritage Canada and helped by local organization Loisirs du Parc, City of Montreal (VSP), Loblaw's, Phermacy Spiro Koutsouris, Color Craft, Parc Extension News, PEYO, CPE, India Canada Organization, Souith Asian Senior Association Parc-Ex., Pragati, Journal Dhaka Post and Bangla News, Desher Alo.

গর্ভনমেন্ট কানাডা সহ স্থানীয় সংগঠনের সহায়তায় মন্ট্রিয়লে

ন্যাশন্যাল বাংলাদেশী-কানাডিয়ান কাউন্সিলের উদ্যোগে নতুন প্রজন্মদেরক্সনিয়ে মন্ট্রিয়লে ১৪১ তম কানাডা ডে উদযাপন ॥
মন্টিয়ল ১ জুলাই, নিজস্ব প্রতিবেদন : গত ১ লা জুলাই পালিত হলো কানাডার ১৪১ তম জনক্সদিন। এবারের কানাডা ডে উদযাপনটি মন্ট্রিয়ল বাংলাদেশী কমিউনিটি সহ পার্ক-এক্সটেনশনে বসবাসরত ভারত, শ্রীলংকা, পাকিস্তান, গ্রীক, ইটালিয়ান, তুর্কি,মরক্কো, আলজেরিয়া সহ নতুন প্রজন্মদের কানাডা প্রেমীদের জন্য ছিল সত্যিই আনন্দঘন মুহুুর্ত এবং আমাদের নতুন প্রজন্মের জন্য ছিল সত্যিকার অর্থেই যেন নতুন কোন কিছুর আবিস্কার! বিশেষ করে বাংলাদেশী-ক্যানেডিয়ানরা স্ব^পরিবারে অংশগহন করে সমগ্র অনুষ্ঠানটিকেই সার্থক করে তুলে এবং কানাডার মূল সংস্কৃতির সাথে নিজেদের ভবিষ্যত প্রজন্মদের নতুন দিগন্ত- রচনা করার আশ্বাস দিয়ে একটি সময়পোযোগী দায়িত্ব পালন করে সকল মহলেরই প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে কানাডার প্রধান নিউজ সংস্থা সিটিভি টেলিভিশন, নিউজ এ্যাট সিক্স ব্যাপক ভাবে উদযাপনটিকে সংবাদ মাধ্যমে তুলে ধরে আমাদের বাংলাদেশ কমিউনিটির এমন একটি উদ্যোগের জন্য বেশ প্রশংসা করেন এবং মাল্টি কমিউনিটির ছোট ছোট নতুন প্রজন্মের ব্যাপক অংশগ্রহন দেখে অভিভূত হন। সেই সΩে এই দিনটি উদযাপনে আয়োজক সংগঠন এন.বি.সি.সি স্থানীয় বিভিন্ন সংগঠন এবং প্রশাসনের সাথে সমন্বয় রেখে ৬ষ্ঠ বারের মত মন্ট্রিয়লের বাঙালি এবং মাল্টি কমিউনিটি অধ্যুষিত এলাকা পার্ক-এ∑ কানাডা ডে-২০০৮ অনুষ্ঠানটিকে সার্থক ভাবে উদযাপন করে বিভিন্ন মহলের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Photo--Woman-activitiesগত ১লা জুলাই মন্ট্রিয়লের পার্ক এ∑-এর লবলজের বিশাল প্রান্তে— হাজার হাজার সকল বর্ণ এবং জাতির মিলন মেলার উৎসবে পরিণত হয়। পার্ক-এ∑ সহ মন্ট্রিয়লের বিভিন্ন অঞ্চলের ব˚ গন্যমান্য ব্যা≥ির পদচারণায় উৎসবটি যেন ভিন্ন মাত্রা পায় এবং হৈচৈ করে সারাদিনব্যাপি উদযাপন করা হয় ১৪১তম কানাডা ডে।
ন্যাশনাল বাংলাদেশী ক্যানাডিয়ান কাউন্সিল (এনবিসিসি) এবং স্থানীয় সংগঠন লোয়াজীর দ্যে পার্ক বিশেষ সহযোগিতা এবং ডিজে জন ববির পরিচালনায় কানাডিয়্যান সΩীতের তালে উৎসবস্থল হয়ে উঠে া প্রানবন্ত।
প্রায় শতাধিক ছোট মনি ও কিশোর কিশোরীদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠানর শুরু“হয়। এরপর এক জোরা ছোট মনিদের দিয়ে কানাডা ডে কেক কেটে উৎসবের সূচনা হয়। কানাডার জাতীয় স্গংীত ইংরেজীতে ইলমা খন্দকার এবং ফ্রেঞ্চ ভাষায় পরিবেশন করে
একদিকে গানের মূর্ছনা আন্যদিকে হটডগের দীর্ঘ লাইন এবং ছোট ছেলেমেয়েদের চিত্রাঙ্কন ও কানাডা কুইজ পর্বের প্রতিযোগিতা আর চারিদিকে বিশাল আকারের কানাডা পতাকা এবং ছোট বড় সকলের হাতেই লাল ম্যাপেল পাতার পতাকা, ছোটদের হাতে লাল সাদা বেলুন আর গালে ম্য্পেল লিফের টাট্টু সত্যিকার অর্থেই পার্ক-এ∑কে করে তুলে কানাডার একটি প্রকৃত অংশিদার। সবকিছু মিলিয়ে অপুর্ব একটি পরিবেশ তৈরী হয়।
উপস্থিত অনেকই মন্তব্য করেন যে, এই ধরনের বৃহৎ আয়োজন তারা আর কখনো পার্ক -এ∑টেনশনে দেখেননি এবং তাৎ∂নিক ভাবেই ব˚ অতিথি এই ধরনের একটি পরিকল্পনা বিগত বছরগুলোতে নেয়ার জন্য বাংলাদেশ কমিউনিটির সংগঠন এন.বি.সি.সির উদ্যোগকে বিশেষ ধন্যবাদ জানান এবং আগামী বছরের একই দিনে এই দিবসটিকে আরো বৃহৎ করে পালন করার জন্য সর্বাত্বক সহায়তা দেয়ার আশা ব্য≥ করেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছোট মনি ও কিশোর কিশোরীসহ বিভিন্ন কমিউনিটির কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এদিনের উৎসবে ছিলেন লরিয়ে -ডরিয়ন এমপি জেরী স্কালাভোনাস, পার্ক-এক্স ভিলারী সেন্ট মিশেল এলাকার বোরো মেয়র এ্যানি স্যামসন এবং সিটি কাউন্সিলর মেরী ডেরোস পাপিনো রাইডিং এর আসন্ন নির্বাচন প্রার্থী জাস্টিন ট্রুডো, কনজারভেটিব প্রার্থী সরকার মোশতাক এবং বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্ধ ।
এবারো ঊৎসবে গভঃ কানাডা পার্ক-এক্স কানাডা ডে উদযাপনকে অফিসিয়াল স্বীকৃতি প্রদান করেন। সহযোগিতায় লোয়াজির দ্যো পাক , সিটি অফ মন্ট্রিয়ল’র পার্ক এক্সটেনশন লোয়জির ডিপার্টমেন্ট,র্ চেইন ষ্টোর লবলজ, ফার্মেসি স্পিরো কুটসুরি (লবলজ), ইন্ডিয়া কানাডা অর্গানাইজেশন, সাউথ এশিয়ান সিনিয়র এসোসিয়েশন পার্ক-এক্সটেনশন, সি,পি,ই, রিগালো গিফট সপ ও পুলিশ ষ্টেশন-৩৩ সহ স্থানীয় মিডিয়া ঢাকা পোস্ট, নোভল পার্ক এক্সটেনশন নিউজ, বাংলা নিউজ, বাংলা কাগজ, কালার ক্রাফট, আড়ৎ ফ্যাশন।