NBCC Hosts Parc-Ex Celebrate 144th Canada Day - 2011 with barbecue

ন্যাশন্যাল বাংলাদেশী-কানাডিয়ান কাউন্সিলের উদ্যোগে মন্ট্রিয়লে পার্ক-এক্সটেনশনে  ১৪৪ তম কানাডা ডে উদযাপন ২০১১

গত ১ লা জুলাই পালিত হলো কানাডার ১৪৪ তম জন্মদিন। এবারের কানাডা ডে উদযাপনটি মন্ট্রিয়ল বাংলাদেশী কমিউনিটি সহ পার্ক-এক্সটেনশনে বসবাসরত ভারত, শ্রীলংকা, পাকিস্তান, গ্রীক, ইটালিয়ান, তুর্কি,মরক্কো, আলজেরিয়া ও আফ্রিকান কমিউনিটি সহ নতুন প্রজন্মের কানাডা প্রেমীদের জন্য ছিল সত্যিই আনন্দদঘন মুহুুর্ত এবং আমাদের নতুন প্রজন্মের জন্য ছিল সত্যিকার অর্থেই যেন নতুন কোন কিছুর আবিস্কার! বিশেষ করে বাংলাদেশী-ক্যানেডিয়ানরা স্ব^পরিবারে অংশগহন করে সমগ্র অনুষ্ঠানটিকেই সার্থক করে তুলে এবং কানাডার মূল সংস্কৃতির সাথে নিজেদের ভবিষ্যত প্রজন্মদের নতুন দিগন্ত রচনা করার আশ্বাস দিয়ে একটি সময়পোযোগী দায়িত্ব পালন করে সকল মহলেরই প্রশংসা কুড়িয়েছে।Front-colorআমাদের বাংলাদেশ কমিউনিটির এমন একটি উদ্যোগের জন্য বেশ প্রশংসা করে।  মাল্টি কমিউনিটির ছোট ছোট নতুন প্রজন্মের ব্যাপক অংশগ্রহন দেখে  উপস্থিত সকলেই  প্রসংশা করেন। ছোট এবং বড়দের গালে ম্যাপেল লীফের টাট্টু লাগানোর হিড়িক ছিল দেখার মতো।

এই দিনটি উদযাপনে আয়োজক সংগঠন ন্যাশনাল বাংলাদেশী কানাডিয়ান কাউন্সিল (এন.বি.সি.সি) স্থানীয় বিভিন্ন সংগঠন এবং প্রশাসনের সাথে সমন্বয় রেখে অষ্টম বারের মত মন্ট্রিয়লের বাঙালি এবং মাল্টি কমিউনিটি অধ্যুষিত এলাকা পার্ক-এক্সে কানাডা ডে-২০১১ সম্পন্ন হলো।

১লা জুলাই মন্ট্রিয়লের পার্ক এক্স-এর লবলজের বিশাল প্রান্তে- হাজার হাজার সকল বর্ণ এবং জাতির মিলন মেলার উৎসবে পরিনত হয়। পার্ক-এক্স সহ মন্ট্রিয়লের বিভিন্ন অঞ্চলের বহু গন্যমান্য ব্যাক্তির পদচারণায় উৎসবটি যেন ভিন্ন মাত্রা পায় এবং হৈচৈ করে সারাদিন ব্যাপি উদযাপন করা হয় ১৪৪তম কানাডা ডে।

ন্যাশনাল বাংলাদেশী ক্যানাডিয়ান কাউন্সিল (এনবিসিসি) এবং, লোয়াজীর দ্যে পার্ক বিশেষ সহযোগিতা এবং ডিজে জন ববির পরিচালনায় বাংলা হিন্দি এবং কানাডিয়্যান সঙ্গীতের তালে উৎসবস্থল হয়ে উঠে আরো প্রানবন্ত। প্রায় শতাদিধক ছোট মনি ও কিশোর কিশোরীদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠানর শুরু হয়। এরপর ছোট মনিদের  সাথে নিয়ে পার্ক এক্স কানাডা ডে’র ব্যবস্থাপক মনির হোসেন বাবলু  প্রবীন ব্যক্তিত্ব পার্ক-এক্স এর সিনিয়র সিটিজেন মাদাম শারলী লেবাজকে সাথে নিয়ে কানাডা ডে কেক কেটে উৎসবের সূচনা করেন।

একদিকে গানের মূর্ছনা আন্যদিকে হটডগের দীর্ঘ লাইন এবং ছোট ছেলেমেয়েদের চিত্রাঙ্কন ও কানাডা কুইজ পর্বের প্রতিযোগিতা আর চারিদিকে বিশাল আকারের কানাডার পতাকা এবং ছোট বড় সকলের হাতেই লাল ম্যাপেল পাতার পতাকার বাণী, ছোটদের হাতে লাল সাদা বেলুন আর গালে ম্যাপেল লিফের টাট্টু সত্যিকার অর্থেই পার্ক-এক্সকে করে তুলে কানাডার একটি প্রকৃত অংশিদার। সবকিছু মিলিয়ে অপুর্ব একটি পরিবেশ তৈরী হয়। উপস্থিত অনেকই মন্তব্য করেন যে, এই ধরনের বৃহৎ আয়োজন  মাল্টি-ন্যাশন পার্ক -এক্সটেনশনের নাগরিকদের জন্য সময়পোযোগী এবং তাৎক্ষনিক ভাবেই বহু অতিথি এই ধরনের একটি পরিকল্পনা  নেয়ার জন্য  বাংলাদেশ কমিউনিটির সংগঠন এন.বি.সি.সির উদ্যোগকে বিশেষ ধন্যবাদ জানান এবং আগামী বছরের একই দিনে এই দিবসটিকে আরো বৃহৎ করে পালন করার জন্য সর্বাত্বক সহায়তা দেয়ার আশা ব্যক্ত করেন।Slide-19অনুষ্ঠানে বিপুল সংক্ষক ছোট মনি ও কিশোরসহ বিভিন্ন কমিউনিটির নাগরিকদের সাথে  আরো উপস্থি'ত ছিলেন  পাপিনো রাইডিং থেকে নির্বাচিত কানাডা পার্লামেন্ট সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী পুত্র এবং এ সময়ের তরুন ক্রেজ জাস্টিন ট্রুডো, ও পার্ক এক্স সিটি কাউন্সিলর মেরি ডেরস।   সকলেই তাদের সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দিনটিকে সকল কমিউনিটির স্বমন্বয়ে উদযাপনের উদ্যোগ নেয়ার জন্য ন্যাশনাল বাংলাদেশী-ক্যানেডিয়্যান কাউি ন্সলের প্রেসিডেন্ট মনির হোসেনকে বিশেষ ধন্যবাদ জানান চেইন ষ্টোর লবলজ, ফার্মেসি  স্পিরো কুটসোরি (লবলজ) এবং সিটি অফ মন্ট্রিয়ল, পুলিশ ষ্টেশন-৩৩-এর বিশেষ সহযোগিতায় বর্ণাঢ্য এ দিনের অনুষ্ঠানে ছোটদের কানাডা ডে শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও কানাডার ইতিহাসের উপর কানাডা কুইজ অনুষ্ঠিত হয়। এছাড়াও ছোটদের 

দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছোটরা তাদের তুলিতে এবং কলমে কানাডা ডে’র অভিব্যাক্তি ফুটিয়ে তুলে পুরস্কার অর্জন করে।Slide-16কানাডা ডে উৎসব-২০১১ পার্ক-এক্স আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিগত বছরের কানাডা ডে উদযাপনে বিশেষ সহযোগিতা দেয়ার জন্য এবং এ বছরও উদযাপনকে বিশেষ সহযোগিতা দেয়ার জন্য সকল ভলান্টিয়ারদের বিশেষ সন্মাননা পত্র আগামী বছর কানাডা ডে অনুষ্ঠানে প্রদান করার ঘোষনা দেয়া হয় ।

অনুষ্ঠানটি সফল করে তুলতে যে সকল কমিউনিটি সংগঠক সর্বাত্মক সহায়তা করেছে তারা হলো,  লোয়াজীর দো পার্ক,  সিটি অফ মন্ট্রিয়ল, লবলজ সুপার মার্কেট , স্পিরো কুতসুরি ( ফার্মাসিষ্ট লবলজ ), জোর্নাল ঢাকা পোস্ট, বাংলা কাগজ মন্ট্রিয়ল, জামাল নাসের ( রিগালো গিফ্ট সপ), পার্ক এক্স সিনিয়র এসোসিয়েশন ও হিমালয়া সিনিয়র কুইবেক।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনির হোসেন (বাবলু), নাজিয়া ইসলাম, ,জামাল নাসের,   ড. জুয়েল, স্টিভ ও জন ববি। ভলান্টিয়ার সহায়তায় ছিলো  একদল কিশোর এবং উদিয়মান কানাডিয়্যান প্রজন্ম সামিহা হোসেন , হঙ্ক, আশফাক, রাফায়েল, সাবির, আবির,আইরিন, টনি, ও তার দল যাদের অক্লান্ত পরিশ্রম এবং আতিথেয়তা সকল আগতদের দৃষ্টি আকর্ষন করে। অনুষ্ঠান শেষে এনবিসিসির সভাপতি এবং কানাডা ডে-২০১১ উৎসব পার্ক-এক্স এর কো-অর্ডিনেটর মনির হোসেন সকলকে ধন্যবাদ জনিয়ে আগামীতেও এইদিনটি আরো ব্যাপকভাবে পালনের আশা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। বিস্তারিত জানতে ভিজিট করুন: ফেইসবুকপেইজ:ঘহধঃরড়হধষ ইধহমষধফবংযর ঈধহধফরধহ ঈড়ঁহপরষ

গত ১লা জুলাই এন.বি.সি.সি  এবং স্থানীয় বিভিন্ন সংগঠন, নাগরিক এবং প্রশাসনের সাথে সমন্বয় রেখে অষ্টম বারের মত পার্ক এক্স কানাডা ডে’র ব্যবস্থাপক মনির হোসেন বাবলু  প্রবীন ব্যক্তিত্ব পার্ক-এক্স এর সিনিয়র সিটিজেন মাদাম শারলী লেবাজকে সাথে নিয়ে কানাডা ডে কেক কেটে উৎসবের সূচনা করেন। বিশেষ অতিথি  উপস্থি'ত ছিলেন  পাপিনো রাইডিং থেকে নির্বাচিত কানাডা পার্লামেন্ট সদস্য  জাস্টিন ট্রুডো, ও পার্ক এক্স সিটি কাউন্সিলর মেরি ডেরস।

(নিচে) ছোটরা তাদের তুলিতে এবং কলমে কানাডা ডে’র অভিব্যাক্তি ফুটিয়ে তুলে।